ধুলোমাখা ডায়রী

বহুদিন পর মনে পড়ে গেল পুরানো দিনের স্মৃতি,

আনন্দ হাসি মিশেছে যেথা, আরও ছিল সম্প্রীতি।

হাতে তুলে নিলাম পুরানো ডায়রী, ধুলায় মাখামাখি,

মনের টুকরা কিছু কথা যেথা সযতনে লিখে রাখি!

পাতা উলটে চেয়ে দেখলাম মনে যদি পড়ে কিছু-

স্মৃতিগুলো আজ তাড়া করে ফিরে কিছুতেই ছাড়েনা পিছু!

মুছে ফেলে দিতে চেয়েছি কত পুরানো দিনের কথা,

পারি নাই! হাত কেঁপে গেছে! মনে লেগেছে ব্যথা।

লেখাগুলো আজ ফিকে হয়ে গেছে, কিছু গিয়েছে ছিঁড়ে,

দির্ঘশ্বাস তাই বেরিয়ে এসেছে হতাশ বুকটি চিঁড়ে।

পাতার পর পাতা উল্টিয়ে পেলাম না কোনই কূল-

আজ মনে হয়, করে এসেছি জীবনে কতটি ভুল!

সবকিছু নিয়েও আজ লাগছে কেমন শুন্য,

বিনিময় সব পেয়ে গিয়েছি ছিল যতটুকু পূণ্য।

দিগন্তপানে তাকিয়ে রই! কি আছে আর পাবার?

রিক্ত হস্তে দাঁড়িয়ে আছি, কিছুই নেই এর দেবার!

কখনও মনে হয়, এখনও তো জীবন রয়েছে বাকী,

দূর থেকে কে আকুল হয়ে করিছে ডাকাডাকি!

..........................................

Author's Notes/Comments: 

8th June 2006

View shawon1982's Full Portfolio