বন্ধু তোমায়

বন্ধু তোমার কি মনে আছে পুরানো সেই কথা?

বলেছিলে তুমি, “বন্ধু তুমি ছাড়া এই জীবনটাই বৃথা”

সেদিনের সেই বিপদের কালে, তুমি এসে ধরেছিলে হাত,

আজও আমি ভুলতে পারিনি সেই ভয়াল কাল রাত!

তোমার পানে তাকিয়ে ভুলেছিলাম আমার যত ভয়,

আমার স্মৃতির কোঠা থেকে এতটুকু হয়নি ক্ষয়!

জানি না কি অপরাধে তুমি ফিরায়ে নিয়েছো মুখ,

একবারও কি ভাব্লে না, আমি কতখানি পেলাম দুখ?

কি করে ভুলে গেলে আমাদের সেই পরিকল্পনা?

বন্ধু তোমার সাথেই তো এঁকেছিলাম এক স্বপ্নের আল্পনা।

জানতে কি ইচ্ছে হয় না তোমার, কেমন আছি আমি?

কখনোও কি ভাবলে না যে বন্ধুত্ব কতখানি দামী?

আজকে কোথায় তুমি? রয়েছ তুমি দূরে বহুদূর-

কিভাবে তাহলে বাজিছে আজ, পুরানো সেই সুর?

বন্ধুত্ব সদা অম্লান থাকে, কখনও কি পুরানো হয়?

পোষাক পাল্টে কি কখনও মানুষটাও পাল্টে যায়?

একবার দেখ পিছন ফিরে, এরপর না হয় যেও তুমি,

আমার মনের কোথায় তোমায় সযতনে রেখেছি আমি!

তুমি হয়ত মনে করছো আমি করছি যত অভিযোগ,

নতুন পুরানো সব কথা তুলে করছি যোগ আর বিয়োগ।

না বন্ধু না! এটা নয় আমার কোন আক্ষেপ অভিমান,

যদি তুমি চাও তবে আমি দিতে পারি তার প্রমাণ!

বন্ধুত্বের মধ্যে পাঁচিল তুলে করা যায় না ব্যবধান-

বন্ধুকে কখনও যায় না ভোলা হোক না তা তিরধান!

কিছু ভালো লাগা, মন্দ লাগা আর প্রতিজ্ঞা নিয়েই বন্ধুত্ব,

আত্মত্যাগের মহিমায় প্রস্ফুটিত হয়ে ওঠে তার মহত্ব।

অনন্তকাল ধরেও যদি আমায় অপেক্ষায় রাখ তুমি,

এক মুহুর্তের জন্যও তোমায় ভুলতে পারবোনা আমি।

জীবনের শেষ প্রান্তে  গিয়ে যখন থমকে যাবে সময়,

তখনও ভুলতে পারবোনা আমি বন্ধু শুধু তোমায়!  

Author's Notes/Comments: 

4th September 2008

View shawon1982's Full Portfolio
tags: