ধুমায় আড্ডা-২

আপনাগো কাছে কমু আমি

একখান দুঃখের কথা,

এই কথা কইতে গেলে

মনে লাগে ব্যথা!

মৌ আপু কইলো তার

হইছে মন খারাপ,

পুরান কিছু বন্ধু-বান্ধব

করে না আর আলাপ।

ধুমায় আড্ডা ছাইড়া এরা

ফেসবুক এ যায়,

মাইষের ছবি দেইখা এরা

কি মজাটা পায়?

ফেসবুক এ যাইয়া ওরা

ছবিতে কমেন্ট করে,

গ্রুপ এ আইতে কইলে বলে

আহবো! কিন্তু পরে!

চাকুরির কথা কইয়া তারা

খালি ওজুহাত দেখায়,

ফেসবুক এ যাইবার কালে

সময় কথায় পায়?

আড্ডায় আসার পর শুনি

জুঁই খালাম্মার কথা,

এতদিন ভাই চইলা গেল

মিললো না উনার দেখা!

একজন এর কথা কই

তিনি সাঈদ ভাই,

মেইল করতে কইলে বলে

মটেই সসময় নাই!

আগস্ট এর টপ মেইলার

মোল্লা আরিফ নাম,

আসরে আইতে কইলে বলে

আছে মেলা কাম!

ব্যচেলর নানা পারভেজ ভাই

হইয়া গেছে উধাও,

নানা তুমি ওয়েব-ক্যাম এ

ঠিকি তো সময় দাও!

কত কিছু হইয়া গেল

আছে কি তার খবর?

কি হইব বইসা বইসা

কাইটা খালি জাবর?

এই লেখায় আপনাগো যদি

হয় মনটা খারাপ,

আমারে দোষ দিয়েন না

কইরা দিয়েন মাফ।

মাঝে মাঝে আইসা পরে

খানিক সময় দিয়েন,

দুই একটা মেইল করে

তারপর চইলা যাইয়েন!

কেউই তো বেকার না

ব্যস্ত আমরা সবাই,

এরপরেও তো এসে ঠিকি

ধুমায় আড্ডা জমাই!

চইলা আইসেন আপনারা

এখনও সময় আছে,

বন্ধু কি এর পাবেন ভাই

মাঠে কিংবা গাছে?

রাগ গোস্যা ভুইলা তাই

শিগ্‌গির চলে আসেন,

এখনও সময় আছে ভাই

ধুমায় আড্ডা মারেন!

Author's Notes/Comments: 

15th Sepetember 2008

View shawon1982's Full Portfolio
tags: