সামনে রয়েছে বন্ধুর পথ,
একাকী দিতে হবে পাড়ি-
বাহন আমার নেই কোন রথ,
বলে দাও কিভাবে যাব বাড়ি?
যদি কেউ এসে ধরে হাত,
এই নিষ্ঠুর চলার পথে-
ভয় করি না সে কাল রাত
যদি থাক তুমি মোর সাথে।
হতাসার প্রান্তে এসে যখন,
বন্ধ করে ফেলি দুই নয়ন-
খুঁজে আমি পাই না তখন,
কোন ভাষা কিংবা শব্দচয়ন!
যখন দেখি পিছন ফিরে,
অপেক্ষায় তো নেই কেহ-
পুরো এই সংসার ঘুরে,
বড় অবসন্ন আজ এ দেহ।
নিঃসীম দুঃখের রাহে একাকী
চলতে লাগে বড় ভয়-
কত পথ আর রয়েছে বাকী
কতটা হল তার ক্ষয়?
যখন আমি কাঙ্গাল ছিলাম
পেতে একটু ভালবাসা-
তখন আমি পেয়ে গেলাম
স্বপ্নভঙ্গের যত আশা।
যে পথে চলেছি আমি,
নাই তার কোন প্রান্ত-
একাকী চলতে চলতে
আজ আমি বড় শ্রান্ত।
শেষ হয়ে যাবে সময়,
এমনি করে একদিন!
শোকে মাতমের প্রলয়
বাজাবে খুশির বীণ।
জীবনের শেষ উপাখ্যান,
মিটে যাবে অগোচরে-
যতই থাকুক সজ্ঞান,
হারিয়ে যাবেই নীরবে।