বিষবৃক্ষ ছড়ায়ে দিয়েছে যে দূষণ-
সমাজ সংসারকে করেছে বিষাক্ত,
মানুষের সরলতা করে নিস্পেষণ-
চৈতন্যকেই তারা করে দিয়েছে রিক্ত।
ফলবতী বিষবৃক্ষে জন্মালো যে ফল-
তারই হামলার যাঁতাকলে মানুষ,
সুস্থ বিবেক করে দেয় সব বিকল;
চোখের সামনে ধরে বিভ্রান্তি-ফানুস।
মুখোশধারী শয়তান এসব লোক,
সমাজের শত্রু আর চরম নিকৃষ্ট-
ধর্মের বুলি দিয়েই মুখে জপে শ্লোক,
মহাত্মাদের মান করে এরা উচ্ছিষ্ট।
সময় থাকতে এদের কর পাতন,
মূলসহ বিষবৃক্ষের উৎপাটন।