ক্লান্তি

ক্লান্ত ভীষণ ক্লান্ত আমি তবুও জেগে,

ঘুমে ভেঙ্গে আসতে চাইছে দুই চোখ-

দুশ্চিন্তাটা বয়ে চলেছে প্রবল বেগে,

অনেকদিন যা করা হয়নি পরখ!

অবসন্ন মনে আমি তাই চিন্তা করি,

কবে পাবো আমার নিয়তির সন্ধান?

মহা সমুদ্রে খড়কুটো আঁকড়ে ধরি,

এটা ছিল আমার নিয়তির বিধান।



এক টুকরো স্বস্তি কোথাও কি মিলবে?

যার অপেক্ষায় এতদিন বসে আছি!

কেউ কি সমব্যথী আছে কি যে বলবে-  

তুমি একা নও আমিও তো জেগে আছি!

ছোট্ট একটি কথা মনে দেয় যে শান্তি-

আবরণে ঢেকে দেয় অন্তহীন ক্লান্তি।

Author's Notes/Comments: 

15th April 2009 (Rhyeme Scheme-ababcdcd efefgg)

View shawon1982's Full Portfolio
tags: