রাফিয়া তুই পারলি?
এমনটা করতে?
তাও আমার সাথে?
না বলে, না কয়ে
তুই পারলি এমন করতে?
তাও আমার সাথে?
কি দোস ছিল আমার?
অধিকার কি নেই জানার?
কিছুই তো জানলাম না!
রাফিয়া তুই পারলি?
এমনটা করতে?
তাও আমার সাথে?
বিশ্বাহ হয় না এখনও
তোর হয়ে যাবে বিয়ে,
সেখানে থাকবনা আমি!
অন্যের হয়ে যাবে তুমি!
মনে লাগে বড় ব্যথা,
আরও আছে না বলা কথা!
সবই থেকে গেল অগচরে,
আমার মনের নিভৃতে।
হয়ত বলা হবে না আর,
তুই হয়ে গেছিস তার!
আমার আর নেই অধিকার।
আর পারছিনা লিখতে,
পারছিনা আর সইতে!
তবুও মেনে নিতে হয়,
মনে জাগে সংশয়।
ফেলে আসা দিনগুলো-
কি করে যাবে ভোলা?
স্মৃতিগুলো মনের গভীরে-
জমে আছে শেওলা পড়ে।
থাক আর নাইবা বললাম!
কি হবে এর প্রলাপ বকে?
রাফিয়া তুই পারলি?
এমনটা করতে?
তাও আমার সাথে?