একদা গন্ডারের মনে
জাগিয়াছিল এক সাধ-
সুন্দর সে হইবেই,
পার করে সব বাঁধ!
নাম লিখাইতে হবে
বিশ্বসুন্দরীর খাতায়-
তাতে যে আগুন লাগাক
ইচ্ছে মত খেতায়!
পোড়া খেতায় নাক ডুবায়ে
গন্ডার ঘুমায় সুখে,
মাঝে মাঝে নাক ডেকে
কান্না করে দুখে!
নাকি সুরে গন্ডার যখন
শুরু করে বিলাপ-
মনের সুখে অন্যরা
পড়তে থাকে মিলাদ।
সাবান মাইখা গন্ডার ভাই
ফর্সা হইতে চায়-
ঠিক তখনি কাউয়া হালা
হাগু কইরা দেয়!
গন্ডারের দুঃখ এই জগতে
কেউ বোঝেনা রে ভাই,
মনের কষ্টে উনি বলেন,
মইরা যাইতাম চাই!
হ্যাংলা পাতলা শরীর নিয়ে
কেমনে নড়ে চড়ে,
ভূমিকম্প থাইমা যায়-
গন্ডারের চলার ডরে!
গন্ডার ভায়া রাগ করোনা,
আছি তোমার লগে,
উলটা পালটা কাম করলে
টান পড়বো রগে!
লেখাগুলা পইড়া পইড়া
কইরোনা তুমি রাগ-
শেষে কিন্তু হইতে হইব
গন্ডার থেকে ছাগ!
গন্ডার গন্ডার ডাক পাড়ি,
গন্ডার ভাঙ্গলো কার বাড়ি?
আয় রে গন্ডার বনে আয়-
মেইলগুলো সব ফাঁকা যায়।