সেদিন দুপুর বেলায় এক
কান্ড ঘটেছে ভাই,
সেই গল্পটাই আমি এখন
আপনাদের শোনাতে চাই!
মাঠের সবুজ ঘাসে একটা
আংটি পড়ে ছিল-
সোনার এই আংটি নিয়েই
কি কান্ডটাই না হল!
আংটিটা ভারি সুন্দর ছিল
দেখতে গোলগাল,
মাঝে একটা পাথর ছিল
রংটা ছিল লাল।
কোত্থেকে যেন এল দু’টি
কিম্ভুতদর্শন পাখি-
বাহারী তাদের গায়ের রং
গোলাকার ছিল আঁখি!
মেঘের ভেলায় চড়ে এল
বড় একটা পোকা-
গায়ের রং বেজায় কালো
নাকটা ছিল চোখা!
একটা পাখি বলল যেই,
‘পোকাটাকেই খাই!’
তাই শুনে পোকা বলে’
‘ওরেব্বাপ! পালাই!’