পাপাত্মা

বিধাতা যবে সৃজন করেছিল মোরে-

শুদ্ধতা দিয়ে গড়েছিল নশ্বর দেহ।

একটা আত্মা দিল দেহের মধ্যে ভরে,

চুপিসারে; তা দেখিতে পাইল না কেহ!

ধরাধামে আগমন করিবার পরে-

আকৃষ্ট করিল মনকে সকল মোহ।

পবিত্রতার সাথে করিল মন দ্রোহ-

কলুষ আত্মা রিপুকে ছাড়িতে না পারে।



কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ-মাৎসর্য,

আদ্যোপান্ত গ্রাস করিল এ নষ্ট আত্মা!

যাবতীয় সৎগুন করিল বর্জন।

ফিরে আসো ছাড়িয়া পাপের সহচর্য-

পাপাত্মাকে পরিণত করিয়া পুন্যাত্মা,

সময় থাকিতে পুন্য কর হে অর্জন।

Author's Notes/Comments: 

29th October 2002 (old Sonnet)

View shawon1982's Full Portfolio