বিড়ালটা হল টম
ইদুরটা হল জেরী,
দেখা হলে ধাওয়া করতে
হয়না মোটে দেরী।
বেড়ালটা ভীষন পাজী
ইদুরটাও তাই,
শার্ট প্যান্ট পরে ঘুরে
সাথে একটা টাই।
বিড়ালটা মাঝে ভাষন দেয়
ইদুর আমরা খাই,
খেয়ে দেয়ে সবে মিলে
ফূর্তি করতে যাই।
ইদুরটা খুবই চালাক
দেয় না কভু ধরা,
হতাশ হয়ে টম বলে,
কি আর যাবে করা!
নেংটি ইদুর জেরী থাকে
ছোট্ট একটা ঘরে,
মাঝে মধ্যে টমকে তাই
কেমন জব্দ করে!
টম আর জেরী মিলে
করে শুধু লড়াই,
হেরে গিয়েও পাজী টম
করে বেড়ায় বড়াই।
টম তো সুযোগ পেলেই
অন্যের ক্ষতি করে,
জেরীও সু্যোগ পেলে
টমকে ধরে মারে।
টম-জেরীর এই কান্ড
চলছে বহুকাল,
ওদের এই ব্যাবধান যেন
আকাশ আর পাতাল।