ছবিটা কিন্তু আজও হয়নি পুরোনো,
সেইত কবে যে বাঁধিয়ে রেখেছিলাম!
স্মৃতির পাতায় যত্নেই আছে মোড়ানো,
মনের মধ্যে যেদিন উঠিয়ে নিলাম!
বাইরের ছবিতে ধুলোর আস্তরণে,
পুরু হয়ে জমে তা হয়ে যায় মলিন!
তৈরি এক পরত ধূলোর আবরনে,
ছবির মানুষটা হয়ে যায় বিলীন!
হৃদয়েরই মাঝে যে আছে জাগরুক,
বাস্তবে তো আর তার পেলাম না দেখা,
চঞ্চল মন যতই হোক উৎসুক,
চিরদিনই সে রয়েই যাবে অদেখা!
মনের মাঝে গুমরে মরে এক দুখ,
কভু আর দেখবোনা সেই প্রিয়মুখ!