অন্ধকার ঘরে উনি
একা একা হাটেন,
কথা বার্তা বলেন না
মুচকি মুচকি হাসেন!
যদি জিজ্ঞাসা করি,
কি কর হে ভাই,
মাথা চুল্কে বলেন,
সময় তো আর নাই!
একটা কথা প্রায় বলে
মাথাই নাকি চলে না,
আমি বক বক করলেও
উনি কথা বলেন না!
গরমের দিনেও উনি
বাধায়ে ফেলেন ঠান্ডা,
আমি যদি বলি ডিম,
উনি বলেন আন্ডা!
কাজ করেন মন দিয়ে
আমি দেই বাগড়া,
অন্য কেউ হলে তো,
আমায় দিত থাবড়া!
জানি না আমাকে কেন,
উনি ডাকেন বস,
আমি যদি বলি লাভ,
তো উনি বলবেন লস!
এই সব নিয়েই আছে,
আমার বন্ধু শ্যামল,
খুব ভাল একটা ছেলে,
মনটা খুব কোমল!