মেঘ-১

কালো মেঘ ছেয়ে গেছে

নীল আকাশটা জুড়ে,

আঁধার যেন গ্রাস করেছে

শূন্যের বুকটা ছিঁড়ে।

নিস্তব্ধ হয়েছে কেন

বিষন্ন এই পৃথিবী?

কেন আজ হারিয়েছে

তার মাধুর্য সবই?

বাতাস যেন ভুলেছে তার

অবিরাম পথ চলা,

কঠোর হাতে কে করছে

এই নিষ্ঠুর লীলাখেলা?

ক্লান্ত পথিক হেঁটে যেতে

বিমর্ষ চোখে চায়-

একটু আশার আলো যদি

কোথাও খুঁজে পায়!

থেমে গেছে কেন আজ

পাখিদের কলরব?

আকাশ কেন হয়েছে আজ

কেবলি নিশ্চুপ নীরব?

পথিক ভাবে হঠাৎ আজ

কে করলো দ্রোহ?

উত্তর না পেয়ে তার

ভেঙ্গে গিয়েছে মোহ।

নিরব রাস্তা একাকী রয়

এতটুকু নাই প্রাণ-

দেখে তাই পথিকের মন

করে ওঠে আনচান।

সূর্য্য অভিমান করে কেন

লুকিয়ে ফেলেছে মুখ?

কিসের এত ব্যথা বেদনা,

কিসের এত দুখ?

চলতে চায় না যে আর

থমকে গিয়েছে সময়,

বারবার কেন যেন

মনে পড়ছে সময়!

মনের আকাশেও আজ তাই

কালো মেঘ গেছে ছেয়ে,

শূন্য হৃদয় হাহাকার করে

শুধু তোমায় না পেয়ে।

Author's Notes/Comments: 

22nd January 2007

View shawon1982's Full Portfolio