আমরা কজন বন্ধু মিলে
মারি ধুমায় আড্ডা,
সবাই মোরা বুড়ো ধাড়ি
খুব সামাঝদার বদ্ধা!
আড্ডাবাজি এর বাঁশ দেয়া
এইত মোদের কাজ,
সবাই আমরা অগ্রগামী
নেইকো শরম লাজ!
হাসি এর আনন্দেতে
ভরা মোদের জীবন,
বন্ধু হয়ে আছি সবাই
থাকবো আমরণ!
চাঁপাবাজি করতে মোরা
সবাই এক নাম্বার,
কথার মাঝে থাকে নাকো
কোন ফাঁক ফোকড়!
থাঙ্কুনি আর হেলেঞ্চা শাকে
বন্ধুকে বরণ করি,
যারে তারে বাঁশ দিয়ে
ঠিকই সটকে পড়ি!
আমাদের সাথে কথায় ভাই
পেরে ওঠাই দায়,
কথার গাড়ি ছুটলে পরে
কে আর নাগাল পায়?
চলে এসো মোদের দলে
জমিয়ে আড্ডা দেব,
বন্ধু হয়ে এসো ভাই
বরণ করে নেবো।