কোথায় আছেন বন্ধুগন
শোনেন দিয়া মন,
প্রবাসী পারু নানার কথা
আবার করিব বর্নন!
পারু নানা মজা পুকুরে
মারতে যাইয়া ডুব,
পল্টি খাইয়া উল্টায় গেছে
হইয়া গেছে বেকুব!
ব্যাক-সাইড এর বাজ ফালাইয়া
পুড়ায়ে ফেলছেন খাট,
হায়রে কপাল মান ইজ্জত
হইয়া গেছে লোপাট!
এনার্জি ড্রিঙ্ক খাইয়া নানা
লিখতে বসেন মেইল,
মাথায় গেছে গোবর ঢুইকা
সিস্টেম করছে ফেইল!
বহুত কষ্টে শেষমেষ উনি
লিখছেন ইন্ট্রোডাকশন,
এখন হইব দফা রফা
থাকব কনক্লুশন!
ওয়েব-ক্যামে বইসা উনি
কি সব জানি করেন,
মেইল করতে বসার আগে
বাঁশ প্রুফ জ্যাকেট পরেন!
ইদানিং দেখি নানা ভাই
ভীষণ লজ্জা পান,
বাংলা ছাইড়া উনি এখন
হিন্দি কথা কন!
পারু নানার এখন নাকি
হইছে ভীমরতি,
কখন যে কি করেন
ঠিক নাই মতি গতি!
পারু নানা আগের মতই
আছেন ব্যাচেলর,
জুটলো না কপালে বউ
হইতে পারলোনা বর!
নানার জন্য জলদি করে
খুঁজতে হবে কন্যা,
নাইলে উনি কানতে কানতে
বানায়ে ফেলবেন বন্যা!
বেল এর শরবত খেয়ে যখন
দারুণ বেকায়দায় পড়েন,
আসপাস না দেইখা,
কমড এর সর্বনাশ করেন!
মাঝে মাঝে পারু নানা
ভীষণ মুড এ থাকেন,
সান-গ্লাস একটা চোখে দিয়ে
আউলা ঝাউলা বকেন!
আপনাগো একটা কথা কই
রাইখেন সবাই গোপন,
ফাঁস করলে পড়ব কিন্তু
জোঁক এর মুখে লবণ!
নানা এখন ডাঙ্গর হইছে,
শখ হইছে বিয়ার,
কখন যে কি কইরা ফালায়
মাইরা টপ গিয়ার!
উনি সেদিন বললেন যে
হইছেন ‘ফুল্লি চার্জড’,
বেশি ফাল মারলে কিন্তু
হইতে হবে ‘পার্জড’!
আপনারা যদি কন তাইলে
আরও কিছু কই,
আজ তাইলে এইটুকু থাক
এখন আমি যাই!