অপেক্ষা

তার কথা আজ

পড়ছে খুবই মনে,

যতন করে যাকে রেখেছি

এই হৃদয়ের কোনে।

শৈশবের সেই বন্ধুকে

কখনও ভুলিনি আমি,

কত ভালবাসি তাকে

যানে অন্তর্যামি!

আমরা একসাথে তখন

খেলা করেছি শত,

খেলাচ্ছলে একটু-আধটু

ঝগড়াও হত কত!

কালচক্রে সেইসব দিন

কবেই হারিয়ে গেছে-

স্মৃতির পাতায় আজও তা

সযতনে লেখা আছে।

মনের ভিতর তোমাকে আমি

একাকী খুঁজে বেড়াই,

ভয় হয় আবার যদি

বেঘোরে তমায় হারাই।

তোমার কি মনে পড়ে

স্বপ্নময় সেইসব দিন?

তুমি আমার মনের মাঝে

আজও আছ অমলিন।

চলে যাবার সময় যখন

দেখা করতে এলে-

তুমি আমার বলেছিলে

যেওনা আমায় ভুলে।

হাজার বছর পার হলেও

কিভাবে তোমাকে ভুলি?

তোমার কত ছবি এঁকেছে

আমার স্বপ্নের রংতুলি!

বহুদুরে চলে গেলেও

যেখানেই থাকি আমি,

ছায়া হয়ে আমার সাথে

সেখানেই আছ তুমি।

হয়ত একদিন আবার

আমাদের দেখা হবে,

আমি জানি তুমি আসবে

অপেক্ষার প্রহর শেষ হবে।

Author's Notes/Comments: 

15th February 2007

View shawon1982's Full Portfolio
tags: