নীল চিরকুট - নৌশিন আহমেদ রোদেলা

অনেকদিন পরে আমি এত সুন্দর এবং সাবলীল একটা উপন্যাস পড়লাম। লেখক নৌশিন আহমেদ রোদেলা কে মন থেকে অনেক শুভেচ্ছা জানাই এত সুন্দর সুখপাঠ্য উপন্যাস উপহার দেয়ার জন্য। আমার মত একজন কাঠখোট্টা লোকও এই উপন্যাস নাওয়া খাওয়া ভুলে পড়েছি এবং প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি অতীত স্মৃতিতে ভ্রমন করেছি। উপন্যাস এর সবগুলো ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রী যেন আমার অতীত জিবনটাকে স্মরণ করিয়ে দেয় প্রতি মুহুর্তে। নম্রতা, নীরা, রঞ্জন, অন্তু, নাদিম, ছোঁয়া ওদের কর্মকান্ড অনেক আগ্রহ নিয়ে পড়েছি এবং মনে হয়েছে এদের মধ্যে তো আমি ছিলাম। এরা তো আমার সব বন্ধুদের প্রতিফলন দিচ্ছে। এই উপন্যাসের শেষ ভাগে এসে আমি আমি নিজেই চোখ ভিজিয়ে ফেলেছি। ৬০০+ পৃষ্ঠার উপন্যাসটা শেষ করে মনে হয়েছে আরও কেন থাকলো না? আরো থাকলে কত ভাল হতো! অনেকদিন পরে আমি এই উপন্যাসটা পড়ে আসলেই মন্ত্রমুগ্ধ হয়ে গেছি।

 

এই উপন্যাসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল দুই কেন্দ্রীয় চরিত্রের পত্রমিতালী এবং বন্ধুত্ব। কিন্তু একটু খটকা লেগেছে প্রেম পর্ব এবং বিয়ের পরেও এই যুগলের পরস্পর “আপনি” সম্বোধনটা। পরে মনে হয়েছে থাকুক ওরা ওদের মত। নাদিমের কথাবার্তা আর গালিগালাজ আমার প্রয়াত বন্ধু মুকুলের কথা সবসময় মনে করিয়ে দিয়েছে। প্রতিটা চরিত্র এত বাস্তবতায় লেখা ছিল যেন মনে হচ্ছিলো পুরো উপন্যাসে ঘটনা প্রবাহ বাস্তব এবং আমার সামনেই হয়েছে সব ঘটনা। আমি লেখককে মন থেকে শুভেচ্ছা জানাই এবং ভবিষ্যতে এমন সুন্দর আরও লেখা চাই।

Author's Notes/Comments: 

২৫/০১/২০২৬

View shawon1982's Full Portfolio