২রা জানুয়ারী ২০২৬

প্রতি বছর আমার একটা অভিযোগ থাকে ঢালায় তো শীত তেমন থাকে না। আমি আমার প্রিয় শীতের পোষাক চাদর পরে ঘুরতে পারি না। আমার একটা লেদার জ্যাকেট এর শখও ছিল। কিন্তু অনেক আগে সেই শখ আমি বাতিল করে দিয়েছি। কারন বাংলাদেশে মনে হয় না এমন শীত পরবে যার পরিপ্রেক্ষিতে আমি লেদার জ্যাকেট পরে ফ্যাশন দিতে পারবো। যাই হোক সেই  প্রসঙ্গ থাকুক। শীত প্রধান দেশে থাকলে হয়ত আমার সেই শখ পূরণ হতে পারতো। অবশ্য সেক্ষেত্রে শীতে জমে গেলে কথা আলাদা। এই বছর ২০২৬ শুরু হলো মাত্র। নতুন বছর আসার আগের কয়েকদিন থেকেই অবশ্য শীত জাঁকিয়ে বসেছে। এর মাঝে তো একদিন কুয়াশার বৃষ্টিও হয়ে গেল। ঝিরিঝিরি করে কুয়াশা ঝরেছে। চাদরের মধ্যে দিয়েও পিন ফোটানোর মত করে শীত দংশন করতে চেয়েছে। আমি অবশ্য সবকিছুই বেশ উপভোগ করেছি। উপভোগ করা জানতে হয়। শীতের সময় রাস্তার মোড়ে মোড়ে পিঠা বানানো দেখা, মানুষের আগ্রহ করে খাওয়া, রাস্তার পাশে আবর্জনা কুড়িয়ে আগুন পোহানো এসব দেখতে আমার ভালই লাগে। কুয়াশার সাথে ধোয়া মিলে মিশে যে পরিবেশ তৈরী করে তাও এক নতুন আবহের জন্ম দেয়।

 

ছোটবেলায় শীতের আতঙ্কে থাকতাম। কারণ তো ঐ একটাই। ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা মনে হতো অগ্নিপরীক্ষা। আর অপেক্ষায় থাকতাম কবে ফাইনাল শেষ হবে। ফাইনাল শেষ হলেই একের পর এক গল্পের বই পড়ে শেষ করে ফেলা! তিন গোয়েন্দা যেগুলো বাকী আছে সব লিস্ট করে জমিয়ে রাখা হতো এসময় পড়ার জন্য। লেপের মধ্যে শুয়ে শুয়ে আলসেমী করা! এখন সময় কিছুই স্মৃতি হয়ে গেছে। এখন আর লেপে শুয়ে আলসেমী করার কোন সুযোগ নেই। ভোর ৬.৩০ এই অফিসের জন্য যাত্রা শুরু করতে হয়। তখন সেই কবিতার লাইনটা মনে পড়ে। “সূয্যিমামা জাগার আগে উঠবো আমি জেগে”…। আমার অবস্থা হয় এমন “সূ্য্যিমামা উঠার আগে চললাম আমি ধেয়ে”। ভোরের প্রকৃতি আর সূর্য উঠা দেখতে দেখতে আমি অফিসের পানে চলি। মাঝে মাঝে বাসে উঠে ঘুম দেই! যা আছে কপালে।

 

একটা কথা মনে পড়ছে। আমাদের ছোটবেলায় তো বারো মাস ফুলকপি পাওয়া যেত না। ফুলকপি খাবার জন্য আমাকে শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হত। কবে আসবে শীতকাল আর কবে আমি মন ভরে ফুলকপি খেতে পারবো। এখনও মনে মনে সেই আকর্ষণ রয়ে গেছে। ফুলকপির তরকারী আর ফুলকপি ব্যাসন মাখিয়ে ভাজা আমার অনেক প্রিয়! এখনও তো ফেসবুক খুললে কত কত রেসিপি দেখি। মনটা পড়ে থাকে সেই শৈশবে। এখনও ফুলকপি খেতে অনেক ভাল লাগে। লিখতে লিখতেও মনে হচ্ছে ফুলকপি দিয়ে কিছু একটা বানাই! কিন্তু নাহ! আজকে আর কোন কিছু করা হবে না। একটু পরে একটা গায়ে হলুদের অনুষ্ঠানে যাবো ইনশাল্লাহ। অপেক্ষায় আছি। আজকে বছরের প্রথম জুম্মা পড়ে আসলাম। ভালই লাগছে। কিঞ্চিত মাথা ব্যথা মাইগ্রেনের আভাস দিচ্ছে। ইগনোর করছি। ভাল থাকতে হবে। অনেক ভাল থাকতে হবে। হোক না সেটা নিজের জন্যই।

 

 

 

Author's Notes/Comments: 

০২.০১.২০২৬

View shawon1982's Full Portfolio