চুয়ান্ন

আমি দেখেছিলাম এক মিথ্যা স্বপ্ন

তুমি বলেছিলে তুমি আসবে 

তুমি উত্তর দেবে আমার চিঠিগুলোর

আমার অপেক্ষা শেষ হয়ে গেছে

তুমি রয়েছো তোমার ভুবনে

আমি রয়েছি তোমার দেয়া মিথ্যা স্বপ্ন নিয়ে

অনেক অনেক মিথ্যা আশার প্রহর গুনে

সবকিছুই শেষ হয়ে যায়-

স্বার্থহীন ভালবাসা, সম্পর্ক সব কিছুই।

আমি আছি আগের মত, 

আমার একান্ত অস্তিত্ত্বে সমস্ত

তুমিও তো তেমনই রয়েছো

নিজের চৌহদ্দিতে বিভোর, শুধুই ব্যস্ত!

Author's Notes/Comments: 

২৯ নভেম্বর ২০২৫

View shawon1982's Full Portfolio