পত্রতরী

আমাদের পত্রতরী গ্রুপটাকে

বড্ড ভালবাসি

প্রতিদিন তাই তো

ছুটে চলে আসি!

আজকে আমি গ্রুপের কথা

করিবো বর্ণন

অকাট্য সব কথামালা

না যায় খন্ডন!

গ্রুপ অ্যাডমিন রিসাদ স্যার

থাকেন সদাই বিজি

স্যার কিন্তু সোজা মানুষ

একটু বেশি ইজি

আপ্পি নিয়ে কথা বললে

স্যার থাকে চুপ

আপ্পিদের ব্যাপারে স্যার

দুর্বল কিন্তু খুব!

আরেক অ্যাডমিন সাবেত স্যার

অল্পতেই কাতর

বর্তমানে তিনি আছেন

অধিক শোকে পাথর

লি মিং নামক চৈনিকের

মন করেছেন জয়

আমরা এসব জানি না বাপু

কেমনে করতে হয়।

গ্রুপ একপার্ট রায়হান স্যার

জমান কিছু ব্লেড

স্যার কে কিছু বললেই

মেরে দেবেন থ্রেড

স্ট্যাম্প দেখলেই রায়হান স্যার

করেন স্টক আউট

চিপায় নিয়ে মেসেজ দেন

থাকে কত ডাউট!

চুপচাপ থাকে বেশ

অমি মনোয়ার

চমৎকার আর অসাধারণ

এটাই কমেন্ট তার!

তানিম এখন পড়া নিয়ে

একদম কুপকাৎ

আবার যখন চিঠি লেখে

করে বাজিমাৎ

রাগুনি ছেলে রোজাইন

তেজে ভরপুর

সমাজ সেবার করে সে

সকাল সাঝ দুপুর

দীপু থাকে চুপচাপ

লেখে নিজের মত

মাস খানেক পরপর

কথা ছিল যত

মুরাদ কিন্তু দার্শনিক

কথা বলে কম

হাসি দেবে চুপচাপ

বুক ভরা দম!

আমার মিতা শাওন যে

নামে কত মিল

তার জন্য আমার যে

আছে অনেক ফিল!

সবার কথা হয়ত আজ

হবে নাকো লেখা

মন খারাপ করোনা কিন্তু

হবে একদিন দেখা

বাচ্চারা সবাই ভালো থাকো

লিখতে থাকো পত্র

তোমাদের নিয়েই পত্রতরী

রচুক সদা ছত্র!

Author's Notes/Comments: 

23-11-2025

View shawon1982's Full Portfolio