পোস্টকার্ড ডে ২০২৫ (পত্রতরীতে ঘোষণা)

সবাইকে পোস্টকার্ড দিবস, ১লা অক্টোবর এর অগ্রিম শুভেচ্ছা। এই দিন উপলক্ষে আমরা পত্রতরী থেকে পোস্টকার্ড বিনময় করতে আগ্রহী। এজন্য আমরা যারা আগ্রহী তাদের সাড়া পেতে চাই। যারা এই আয়োজনে অংশ নেবে তারা সবাই সবাইকে রেজিস্ট্রি করে পোস্টকার্ড পাঠায়ে শুভেচ্ছা জানাবে। আমি এই আয়োজনের সংক্ষিপ্ত নিয়মগুলো জানিয়ে দিচ্ছি-

 

১। যে কোন ধরনের রুচিশীল পোস্টকার্ড দেয়া যাবে, যেগুলো কোন কোম্পানী থেকে প্রকাশিত অথবা নিজেদের উদ্যোগে বানানো প্রফেশনার প্রিন্টিং পোস্টকার্ড। (কোন প্রডাক্ট এর প্যাকেট কাটিং গ্রহনযোগ্য নয়)।

২। এই আয়োজনের অংশ গ্রহনকারীদের লিস্ট জানিয়ে দেয়া হবে। সবাই সবাইকে পোস্টকার্ড পাঠাবে।

৩। পোস্টকার্ড এ প্রাপকের ঠিকানা লিখে, স্ট্যাম্প লাগিয়ে, পোষ্ট অফিসে পোষ্ট করার আগে ছবি দিয়ে গ্রুপে প্রমাণ দিতে হবে।

৪। প্রমাণ দিতে ব্যর্থ হলে পোস্টকার্ড দেয়া হবে না।

৫। প্রতিটি পোস্টকার্ড রেজিস্ট্রি হতে হবে (৯ টাকা বা সমমান স্ট্যাম্প)

৬। পোস্টকার্ড হাতে পেয়ে একটা সৌজন্য ধন্যবাদ দিয়ে গ্রুপে ফটো দিলে ভাল হয়।

৭। পোস্টকার্ড গুলো ২৫ সেপ্টেম্বর এর এরপরে পোষ্ট করা বাঞ্ছনীয়। ১ লা অক্টোবর এই বছর পুজার ছুটি থাকতে পারে। কাজেই একটু আগেই শুভেচ্ছা বার্তা পাঠানো যেতে পারে।

 

পোস্টকার্ড একটি বিলুপ্তপ্রায় সৌজন্য বার্তা। বাংলাদেশের মানুষ পোস্টকার্ড এর সৌন্দর্য প্রায় ভুলতে বসেছে। আমরা পত্রতরী বাসী এই সুন্দর জিনিসটিকে বাঁচিয়ে তুলতে চাই। এজন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য। চিঠি এবং পোস্টকার্ড দর্পনের মত। এতে আমাদের মনের সৌন্দর্য ফুটে ওঠে। আসুন সবাই মিলে বিশ্ব পোস্টকার্ড দিবস ২০২৫ এর আনন্দ ছড়িয়ে দেই নিজেদের মধ্যে। বেশী করে চিঠি লিখুন, পোস্টকার্ড পাঠান। একটি চিঠি বা পোস্টকার্ড এর আনন্দ কিন্তু শত ইমেইলেও পাওয়া যায় না। সবাইকে শুভেচ্ছা জানাই।

 

ধন্যবাদান্তে

ড. জায়েদ

পত্রতরী সদস্য

Author's Notes/Comments: 

৭ সেপ্টেম্বর ২০২৫ 

View shawon1982's Full Portfolio