কি করেছি কি করিনি মেলে না কোন হিসাব
শুধু জানি হারিয়ে গেছি বিস্মৃতির অন্তরালে
যখনই ঘুরে দেখতে চেয়েছি ফেলে আসা পথ
দেখতে পাইনি কিছুই, উড়তে থাকে ধুলো
ঘিরে ধরে আমাকে, আমি পথ হারাই
গন্তব্য নেই জানা, হারিয়ে গেছে ঠিকানা
হিসাবের অঙ্ক মেলাতে গিয়ে যখন দেখি শূন্য
ভেবে পাই না পাপ ছিল বেশী না বেশী ছিল পূন্য
ভেবে পাই না কূল, আমার কতটা ছিল যে নাম
আজ সব ভুলে গেছি, এটাই আমার প্রতিদান!