কাটা রুটি

ক্ষুধা পেটে আমরা কজন

গেনু বান্ধবীর বাসায়

যদি কিছু খাবার মেলে

এই সামান্য আশায়

খুদার তরে যখন আমরা

উঠছি কেঁপে কেঁপে

বান্ধবী তখন খাবার দিলো

কিঞ্চিত মেপে মেপে

ক্ষুধার বাটখারায় মেতে তা

যখন খেতে বসি

তখন যেন মনে হলো

গলায় দেই রশি

কটি রুটি কেটে কেটে

টুকরো টুকরো করে

দিলো খেতে মাঝ রাতে

অতি আদর করে

সাথে কিছু কুড়োর সালুন

তাকিয়ে রই ধীর

কাটা রুটি খেয়ে খেয়ে

পেট হবে স্থির

হাসিঠাট্টা গেল রসাতলে

কাটা রুটির তরে

কি পেলাম কি খেলাম

প্রিয় বান্ধবীর ঘরে?

 
Author's Notes/Comments: 

24 may 2024

View shawon1982's Full Portfolio