আগে ঈদে ১০ টাকা করে দিতো বড়রা! তখন কি যে আনন্দ হতো। সেই দিনগুলোর কথা মনে পড়ে। দিন শেষে গুনতাম কত জমলো। সেই সাথে স্বপ্নে বিভোর হয়ে থাকতাম কি করবো এই টাকা দিয়ে? কোন বই কিনবো? কি খাবো? ঈদের দিনে ঈদের টাকা দিয়ে কোকা-কোলা খাওয়া আর আইসক্রিম খাওয়ার কথা খুব মনে পড়ে। কোথায় হারায়ে গেল সেসব দিন? এখন ঈদকে আর দুই পাঁচটা সাধারণ দিনের মত মনে হয়। লম্বা একটু ঘুম, খাওয়া আর সন্ধ্যায় হয়ত কিছু ছবি তোলা। রাত হয়ে গেলে আফসোস করা, ঈদ শেষ হয়ে গেল।
স্মৃতির পাতায় কত কিছু উঠে আসে। কত কথা মনে পড়ে। ফিরে পেতে চাই সেই হারানো শৈশব। আমার মনের হাহাকার শুধু প্রতিধ্বনি হয়ে আমার কাছেই ফেরত আসে। শৈশব আর আসে না।