২৭ জুলাই ২০২২

ফেসবুকও কম যায় না। পুরানো দিনের মেমোরি সব তুলে নিয়ে আসে। সব মেমরি কি তুলে আনা খুব বেশী দরকারী? সব মেমরি কি আনন্দ নিয়ে আসে? সব মেমরি কি ভাল কিছু মনে করায়? সেটা তো হয় না। তাহলে সব কিছু তুলে আনার দরকার কি? উত্তর একটাই। ফেসবুক তো আর মানুষ না যে তার কোন মন থাকবে। ফেসবুক কিভাবে বুঝবে যে কোন মানুষ কখন ফুরায়ে যায় আর কখন বেঁচে থাকে? সেটা তো একটা সফটওয়্যারের জানার কথা না।  সমস্যা সব আমাদের নিয়েই। আমরা অনেক কিছু মনে রাখি। অনেক কিছু জেনে বসে থাকি। অনেক কিছু মনে নাড়া দেয়। অনেক কিছু ভুলতে চাই আবার অনেক কিছু ভুলতে গিয়েও পারি না। যা মনে রাখতে চাই না, সেগুলো বেশি করে মনে থাকে। যা হয়ত ভুলেই গিয়েছিলাম সেগুলাও মেমরিতে উঠে আসে। এটাই জীবনের বাস্তবতা। এটা মেনে নিয়ে হয়। মাঝে মাঝে মনে হয় হ্যা-না এর মধ্যে আটকে গেছি। এই দুই গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছি। বের হতে পারছি না। 

View shawon1982's Full Portfolio