সমাপ্তি রেখায়

সমাপ্তি রেখায় থমকে দাঁড়াই

আর তো মাত্র কিছুক্ষণ

এরপর শুধু নিজেকে শুধাই, হারাই হারাই

আর তো সময় নাই

ভাষার সমাপ্তি, কালের সমাপ্তি

বিচ্ছেদের মহাকাল জানায় স্বাগতম

কি অপরূপ মহিমায় এসেছিল

ক্ষণিক স্পর্শে আবার হারায়

কালের অতলে!

শুধু চিৎকার করে বলতে চাই

আমার প্রাপ্যটুকু দিয়ে যাও

এরপর যেখানে খুশি হারাও

এরপর যেখানে খুশি যেও

আঁধারের পরত সরিয়ে দেখো

দেখতে কি পাও?

সমাপ্তির রেখায় যে দাঁড়িয়ে

সে আমি

তুমি বলেছিলে সময় নাই

অথচ তোমার আগে আমিই হারাই

Author's Notes/Comments: 

১২ জুন ২০২২

View shawon1982's Full Portfolio