৪ জুন ২০২২

বয়সের সাথে সাথে মানুষের মধ্যে কত ধরণের পরিবর্তন আসে। আমি সবসময়ই একটু চুপচাপ ধরণের এবং একসময় আমার বেশ দুর্নাম ছিল যে আমি নাকি মানুষের সাথে মিশতে পারি না। এ বিষয়ে আমাকে বিভিন্ন সময় বাবার বকুনি শুনতে হয়েছে। এরপর যখন আসতে আসতে বড় হলাম, লেখাপড়ার গন্ডি শেষ করলাম, তার পর থেকে শিক্ষকতার সাথে যুক্ত আছি। বুঝে গেছি, এই একটি পেশাই আছে যা ছাড়া খুব সম্ভবত অন্য কোন পেশায় আমি মানানসই নই। আমার নিজের জীবনে আমি কখনও ভাবিনি ব্যবসা করতে পারবো। এখনও তেমন ভাবার ধৃষ্টতা করছি না। তবে যারা স্ব-উদ্যোগে ব্যবসা করে আমি বরাবরই তা পছন্দ করেছি এবং সাধ্যমত উৎসাহ দিয়েছি। আমার সহধর্মিনী নাঈমা নিজেও ঘরে বসে না থেকে কিছু করুক সেটা মনে প্রাণেই চাইতাম। এরপর ওরা যখন ২০১৬ তে PrettyFly খুললো ব্র্যান্ডেড কসমেটিক্স বিক্রির জন্য, সেখানে আমি সক্রিয় না থাকলেও উৎসাহ দিয়েছি বরাবর।

 

মানুষের ভালবাসায় হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে সেই প্রিটিফ্লাই এবার ৬ বছর পার করে ফেললো।  যুগের প্রয়োজনে এবং চাহিদার কারণে সম্প্রতি আমরা প্রিটিফ্লাই এর কর্মকান্ডকে সম্প্রসারণের চিন্তা করেছি এবং সেই লক্ষ্যে বার নাঈমার সাথে আমিও সক্রিয় ভাবেই অংশগ্রহন করছি। আমি জানি যে কোন শুরুটাই কিছুটা কষ্টের হয়। এরপরে হয়ত সবকিছুই গা সওয়া হয়ে যায়। সামাজিক এবং ধর্মীয় যে কোন দৃষ্টিকোণ থেকেই দেখি না কেন, বৈধ যে কোন ব্যবসাই সর্বদা প্রসংশনীয়। সেটা অন্য মানুষ কে কোন মাপকাঠিতে দেখে আমি জানি না, কিন্তু ব্যক্তিগত ভাবে আমি হালাল উপার্জনকারী যে কোন মানুষের যে কোন কর্মকান্ডকে সাধুবাদ জানাই। আল্লাহর ইচ্ছায় মানুষের ভালবাসা সাথে নিয়ে প্রিটিফ্লাই এতদূর এসেছে। আশাকরি ভবিষ্যতেও আপনাদের দোয়া এবং ভালবাসা এভাবেই পাবো।

View shawon1982's Full Portfolio