আসলে আমি যা বলবো সব আমার নিজের কথাই
বলতে গিয়ে কতবার যে থমকে গেছি, ইয়ত্তা নেই
দুই চারটি কথা লিখবো বলে কত ভেবেছি
লক্ষ্য থেকে বিচ্যুত হতে হতেও সরে গেছি
লাভ-ক্ষতি হিসেব কষেছি উত্তপ্ত পথে
হতে পারিনি তবুও তোমাদের মনের মত!
বিনা দ্বিধায় বলতে পারি, আমার সব সত্ত্বা
নতুন করে প্রতিদিন সাজাই, সহ্য করবো বলে
ইট পাথরের আড়ালে নিজেকে টাঙ্গিয়ে রাখি
সলতে জ্বালিয়ে রাখি প্রদীপটায় একা একা
লাখ কিংবা হাজারের মাঝে তো নয়-
মন তো রইলোই, ওখানেই আমি আছি।