পেন্সিলে লেখা কবিতাগুলো
আজও আছে অমলিন
সময়ের সাথে বিস্মৃতির গর্ভে
হয়নি তা বিলীন-
সময়কে ধরতে চেয়েছিলাম
লেখার কিছু ছন্দে
অনুভূতিগুলো মিশে গেছে
বিরহের ভালমন্দে
আজকে যখন খুঁজে পেলাম
পুরানো বইয়ের মাঝে
পুরানো সেই লেখাগুলো
সুর হয়ে যেন বাজে
কিছু পড়া, কিছু বাকী
বন্ধ করলাম খাতা
চা চাইতেও খোলা রইলো
নিমগ্ন স্মৃতির পাতা
পাতার পর পাতা উলটে
খুঁজে চলেছি তাকে
মনের মাঝে দোলা দেয়
নিত্য ভাবছি যাকে
অমলিন রয় তার স্মৃতি
মনটা শুধু টানে
কত ভালবাসি তাকে
সেটা কি সে জানে?