নষ্ট

সইতে সইতে মেনে গেছি

এখন হয়না কষ্ট

কারও কাছে ভাল আমি

কারও কাছে নষ্ট

ন্যায্য কথা যখন বলি

উগরাই যেন বিষ

সত্যি কথার চল নেই

পাইনা শুভাশিস

অন্যের কাছে ভাল হয়ে

হয়েছি যত নত

ঘুরে ফিরে সেই আমিই

কষ্ট পেয়েছি শত

কাদের জন্য করবো ত্যাগ

নিজের স্বাচ্ছন্দ্য

তাদের চোখেই হই আমি

সবার চেয়ে মন্দ

ভাল কাজ যতই করি

পাই না কারও মন

ভালবাসার কাছে তবুও

করেছি সমর্পন

এখন নিজের মত করে

ভাল থাকতে চাই

পিছু ফিরে দেখার বুঝি

সময়টা আর নাই

যে যা বলে বলুক

করুক নিন্দা লোকে

প্রায়শ্চিত্যের ধোঁয়া তুলে

মরছি না আর শোকে

ভাল করতে গিয়েও যদি

শুনি গালমন্দ

নিজের মতই থাকবো তবে

নেইকো দ্বিধাদ্বন্দ্ব

সইতে সইতে মেনে গেছি

বুঝে গেছি পষ্ট

লোকের কোথায় ভাল হতে 

হয়ে গেছি নষ্ট 

Author's Notes/Comments: 

২১ ফেব্রুয়ারী ২০২২ 

View shawon1982's Full Portfolio