কাউকে বিদায় নিতে দেখার মত কষ্টের আর কি কিছু আছে? সেই মানুষটা যদি খুব কাছের কেউ হয়? মনে করেন আপনার অনেক কাছের একজন মানুষ, যে কেউ এমন যাকে আপনি ভীষণ পছন্দ করেন। সেই মানুষটার সাথে কিছুক্ষন আলাপ করলে আপনার অনেক ভালও লাগে। হয়ত অনেক চেষ্টার পরে তার সাথে দুই দন্ড বসার সুযোগ পেলেন। এরপর যখন সেই মানুষটা উঠে চলে যায়, তার গমনপথের দিকে কি কখনও তাকিয়ে দেখেছেন? খারাপ লাগে না? মনে হয় না মানুষটা যদি আরও কিছুক্ষণ থাকতো? চোখের আড়াল হবার পর্যন্ত কি তার পিঠের দিকে কিংবা তার গমন পথের দিকে তাকিয়ে থাকেন? মন হয় কি যে এক ছুটে গিয়ে সেই মানুষটাকে আবার টেনে ধরে নিয়ে আসি আর বলি, এখনই যেও না, আরও কিছুক্ষণ বসো আমার সাথে! এমন কি মনে হয় না?
একবার চিন্তা করে দেখুনতো সেই সময়টার কথা। যখন প্রিয় মানুষটা আপনার চোখের সামনে থেকেই বিদায় নিয়ে এয়ারপোর্ট এর ইমিগ্রেশন পার হয়ে চলে গেল। যাবার আগে হয়ত এক সেকেন্ড এর জন্য বুকে জড়িয়ে ধরে বলেছিল, আসি! এই ছোট্ট কথা বলে মানুষটা যখন ঘুরে পেছন ফিরে চলে যায়, খারাপ লাগে না? কিছুক্ষণের জন্যও কি সেই মানুষটার সাথে ছুটে চলে যেতে ইচ্ছা করে না? মনে হয় না, সমস্ত রীতিনীতি সব সঙ্গ করে আমিও চলে যাই? আপনাদের হয় কিনা জানি না, তবে এতক্ষণ যা যা বললাম, এই মানুষটা আমি। আমি খুব সহজে কাউকে বিদায় দিতে পারি না। আমার অনেক খারাপ লাগে।