ক্ষণিকের অতিথি হয়ে এলে,
আরেকটু কেন রইলে না
দিয়ে গেলে মনে যে পরশ,
তাতে জুড়ায় না মন;
তুমি বুঝলে না
পাশাপাশি রইলাম কিছুক্ষণ
তুমি রয়ে গেলে অচেনা
আমার অপেক্ষার প্রদীপ নিভে গেছে
রয়ে গেছে যাতনার মূর্ছনা।
এতকাল ধরে তুলে রেখেছি স্বপ্নগুলো
তোমায় নিবেদন করবো বলে
অলখে তা মাড়িয়ে গেলে
দেখলে না একবার পিছু ফিরে।
একই পরিসীমায় রয়েছি দুজন
চেনা হয়েও কত অচেনা
কাছাকাছি এসেছি তবুও
দূরত্বের পরিমাপ রইলো অজানা
আবারও জ্বেলেছি নতুন প্রদীপ
অতি ক্ষীণ তার আলো
এখনও যে আমার মনে
তুমি আলো নিত্য জ্বালো
জানি না কি পাবো
নিরাশার পানে গড়েছি গন্তব্য
না হয় হোক কিছু মিথ্যে আশা
কিছু অযাচিত মন্তব্য
আমি রইলাম তোমার পথ চেয়ে
জানি অপেক্ষার নেই শেষ
তুমি আছো আমার জীবন দাহে
আরেকটু দেখে যাও
আবেগের অবসানে জানি নেই কিছুমাত্র তার রেশ
এই যে দেখো আমার ছাই-
পুড়ে যা অবশেষ