একটু একটু করে সাহস নিয়ে
চিঠি তোমায় দিলাম
আনেক আশা মনে নিয়ে
যেটুক জমিয়ে ছিলাম
নিজের দিকে তাকানোর কোন
পাইনি অবসর
কিভাবে যেন কেটে গেল
কত অজস্র প্রহর
ভাবলাম এই বুঝি তবে
অপেক্ষার হল শেষ
এইবার বুঝি মিটে যাবে
সব কল্পনার রেশ
সময় বুঝি থমকে গেছে
কখন উত্তর দিবে
মনে বাজে কত শঙ্কা
নেবে গ্রহন করে?
উত্তর দিলে বড় দেরী করে
রক্তাক্ত অক্ষরে
নাকচ করে দিলে আমায়
এত জলদি করে?
আমার এতগুলো প্রহর তবে
এমনিই বৃথা যাবে?
আমার বুকের কষ্টগুলো
কে শুনতে পাবে?
দূর থেকেই চেয়ে যাবো
সৃষ্টিকর্তার কাছে
নিঃশব্দ প্রার্থনা টুকু
আজও বাকী আছে
দয়াময় যদি দেন তবে
তুমি আমার হবে
এই আশা নিয়েই আছি
তুমি আমারই রবে।