মিথ্যে মুখোশ

মনের মধ্যে ওঠা ঝড়ে

ভেঙ্গে গেল ঘর

কত দিনের চেনা আমি

হয়ে গেলাম পর

মুক্তাগুলো ছড়িয়ে গেছে

খুঁজে পাও যদি

তোমার মনের ভেতর পাবে

ছোট্ট একটা নদী

সেই নদীতে দেখেছো কি

আছড়ে পড়া ঢেউ

একা শুধু আমি জেনেছি

আর জানলোনা কেউ

নিজেকে কেন আড়াল রাখো

মিথ্যে মুখোশ দিয়ে?

সুখী হতে পেরেছো কি 

আমাকে বাদ দিয়ে? 

Author's Notes/Comments: 

৪ জানুয়ারী ২০২২

View shawon1982's Full Portfolio