সেই পরিবৃত্তে

সেই দেড় বছরের প্রতীক্ষা বড় অবেলায় শেষ হলো,

অনেক ভেবে চিনতে লেখা কথাগুলো

ছাই হলো নিমেষে

কল্পিত ভ্রুণ মিশে গেল অকাতরে উদার কালের অন্তরালে নিভৃতে

আর তো কিছু বাকী নেই আমার জানামতে

সেই কম্পিত চোখে

দেখে চলেছি নিরবধি এখনও

সব শেষ

ছেঁড়া চিঠি

অব্যক্ত কথা

আর কিছুই বলা হবে না এভাবে

এখন যে আমরা সত্যি সত্যি দ্ব্যর্থহীন বন্ধু

তোমার মনের মত

আমি হতে পারিনি চেষ্টা করেও

তবুও কোথায় যেন বেজে চলেছে সুরে

আরেকটু অপেক্ষার গান অথবা নিঃশেষ ব্যথার দান

-

আর কোন দাবী নেই দ্বিধাহীন চিত্তে

আমি আটকে গেছি সেই পরিবৃত্তে 

যেখানে তুমি আছো আমার প্রায়শ্চিত্যে 

Author's Notes/Comments: 

৩ জানুয়ারী ২০২২ (পাই গুণ ই) 

View shawon1982's Full Portfolio