"দুই পৃথিবী" সিনেমা সম্পর্কে

এই বছরের দেখা অন্যতম সেরা একটা চলচ্চিত্র এই “দুই পৃথিবী”! সবগুলো বাঘা বাঘা আর নামকরা অভিনেতা একসাথে। কিছুই জানতাম না এই মুভি সম্পর্কে। দেখতে গিয়ে ভিমরি খেলাম। বাপরে! সবগুলো প্রিয় অভিনেতা একসাথে! উত্তম কুমার, রঞ্জিত মল্লিক, ভিক্টর ব্যানার্জী, প্রসেঞ্জিত চ্যাটার্জী, সুপ্রিয়া চৌধুরী এবং আরও অনেকে। অতি বাস্তবতার আলোকে রচিত এই সিনেমা। শুরুতেই বলে দেয়া আছে শিল্পী সমিতির কল্যানার্থে সমুদয় অর্থ ব্যয় হবে বলে এই মুভির অভিনেতারা কোন পারিশ্রমিক নেননি! আরও আগ্রহ নিয়ে দেখতে বসলাম। উত্তম কুমার আর সর্বকালের একজন প্রিয় অভিনেতা। উনি একটি পরিবারের শাশ্বত বড় ছেলের চরিত্র রুপায়ন করেছেন।

 

 

অভিনয়ের শেষ পর্যন্ত দেখলে বোঝা যায়, উত্তম কুমার এখানে যে চরিত্রে অভিনয় করেছেন, তা আমাদের দেশের অনেক পরিবারেরই বড় ছেলের জীবন কাহিনীর রুপায়ন। একটু এদিক আর ওদিক। রঙচঙ এর আড়ালে পড়ে যাওয়া এই মানুষগুলো যেভাবে সংসারের জন্য তিলতিল করে নিজেকে শেষ করে দেয়, তা লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। মুভিটা দেখে শেষ পর্যন্ত মনে হয়ছে, ভাল মানুষ হওয়া উচিত, স্যাক্রিফাইসও করা উচিত কিন্তু সেটা নিজেকে শেষ করে দিয়ে নয়। নিজের সব স্বাদ আহ্লাদ ধ্বংস করে দিয়ে নয়। দেখার পর মনে হয়েছে, উত্তম কুমারের মত একটা ছেলে সব বাঙ্গালী পরিবারেরই একান্ত কাম্য কিন্তু কোন ছেলেরই ঠিক এমন হওয়া উচিত নয়।  

Author's Notes/Comments: 

৩১ ডিসেম্বর ২০২১

View shawon1982's Full Portfolio