১৪ ডিসেম্বর ২০২১

চোখের নিমিষেই মনে হল ২০২১ শেষ হয়ে এল। বছরের শেষ হলেই সবাই কেমন যেন হিসাব মেলাতে বসে। কি হারালাম আর কি পেলাম! আমি হিসাব করি, কতটুকু হারালাম! অনেক কিছুই। আবার কিছু যে পাইনি সেটাও কিন্তু না। পেয়েছি অনেক কিছু। সবকিছুই জমা হয়ে থাকুক। তবে এই বছর যা যা হারিয়েছি, সেগুলোর হিসেব আর নিতে বসবো না। কিছু জিনিস চোখের সামনেই আছে। তবুও সেগুলো হারিয়ে ফেলেছি। অদ্ভুত না ব্যাপারটা? আমাদের জীবনের অনেক কিছুই এমন অদ্ভুত যার ব্যাখ্যা খুঁজতে গেলে আবার নতুন করে অনেক কিছুই হারিয়ে ফেলতে হয়। এমন ভাবে হারাই আমরা শুধু মানুষদের।

 

 

মানুষ এভাবেই হারায়। চোখের সামনে থাকে তবুও হারিয়ে যায়। আমার নিজেরও এভাবে হারাতে ইচ্ছে করে। আমারও মনে হয় আমি এমন কিছু করি যেন চোখের সামনে থেকেও থাকবো না। তবে অন্যরা যা খুব সহযে করে ফেলে আমি সেটা পারি না। মাঝে মাঝে স্ববিরোধী কাজ করে ফেলি। মন চায় এক জিনিস অথচ জোর করে মনকে দমিয়ে দেই সেটা না করার জন্য। মনের এক অংশ বিদ্রোহ করে ঠিক সেই সময় আরেক অংশ বলে ঠান্ডা হয়ে যেতে। আসলে নিজের স্বরূপ যতদিন বুঝতে না পারবো ততদিন এই অন্তর্দ্বন্দ্ব থেকে আমার মুক্তি নেই। সেজন্য যত সময় লাগে দিতে হবে। এমনকি পুরো এক জীবনও চলে যেতে পারে। সেক্ষেত্রে আমি যদি কিছু নিজের মত করে জানতেও পারি, কাউকে জানাতে পারবো না। যে তিমিরে ছিলাম, সেই তিমিরেই আবার সবাইকে রেখে চলে যাবো। এটা এক ধরনের খেলা। পাওয়া আর না পাওয়ার এক অমোঘ খেলা। এখানে কে জয়ী হয় সেটা বিজিত নিজেও জানে না। 

View shawon1982's Full Portfolio