রুহ - সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

আমি কোন বই পড়া শুরু করলে শেষ না করা পর্যন্ত থামি না। সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের "রুহ" উপন্যাসটা পড়ার স্ময় বারবার খেই হারিয়ে ফেলছিলাম। এতো তাত্ত্বিক কথা ছিল যে কাহিনির সাথে সেগুলো মিলিয়ে পড়তে হিমশিম খাচ্ছিলাম। কিন্তু ১৫৬ পৃষ্ঠার উপন্যাস হাতে নিয়ে আমার প্রথমেই যেই অনুভুতি হয়েছিল, যে এক বৈঠকে শেষ করবো। করলামও তাই। কিন্তু বইটার ঠিক শেষ তিন লাইন পড়ে হোচট খেলাম। কয়েকবার পড়লাম শেষের তিন লাইন। এরপর মনে হল, তাত্ত্বিক কথা পড়ার গতি যতই কমিয়ে দিক না কেন, শেষের তিন লাইনের জন্য হলেও বইটি পড়া সার্থক হয়েছে। শেষের তিন লাইন উল্লেখ করছি নিম্নে-


... একজন ভার্চুয়াল মানুষ হিসেবে তার কোনও কষ্ট হল না এসময়, কেননা সে জানত প্রত্যেক শিল্পীকেই একসময় তার আত্মাকে ত্যাগ করতে হয় এবং তারপর বেঁচে থাকতে হয় একজন অভিজ্ঞ, পেশাদার, মনোরঞ্জনকারী হিসেবে। 

Author's Notes/Comments: 

৪ নভেম্বর ২০২১

View shawon1982's Full Portfolio