সুন্দর দুলছিলো ওরা
সদ্য বেড়ে ওঠা কিছু ঘাসফুল
ছোট ছোট নাজুক কান্ডে
নিচু হয়ে ছুঁয়ে দিয়েছিলাম
ভালবাসা রুয়ে দিতেও চাইলাম।
আমি উঠে দাঁড়াতেই
বাতাস এলো, উন্নাসিকতার লগ্নে
ওরা হেলে গেলো আমার বিপরীতে
বাতাস থামলো
ঝড়ও থেমে গেল
ওরা সেদিকেই হেলে রইলো!
আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম
এরপর ঠোঁটের কোনায় মৃদু হাসি দিয়ে
চলে এলাম স্বপ্নের কিনারা ধরে
পিছুটানের মত শুনলাম
কে যেন ডাকছে
আমি এগিয়ে চলে গেলাম
ভালবাসার বীজ অঙ্কুরিত হয়ে
অযত্ন আর অবহেলায়
শরতের শিউলির মত ঝরে গেছে
আমি এগিয়ে চললাম
এখন আর নত হই না