আমার শাশুড়ি আমাকে বিশাল একটা অটোবি'র বুকশেলফ গিফট করেছেন। অনেকদিন থেকেই একটা বুকশেলফ দরকার ছিল। উনি উনার ঘরেরটা আমাকে দিয়ে দিলেন। আমার বই প্রীতি খুব মানুষই সহজ ভাবে নিতে পারে। অনেকেই আমার বই কেনাকে অপচয় পর্যন্ত বলেছেন। আমার বই প্রীতিকে যারা আসলেই সুনজরে দেখে, তাদের মধ্যে আমার শাশুড়ি একজন। মাঝে মাঝে মনে হয় আমার এত বই, কত কত কিনছি! যত বই কিনেছি, একের পর এক তো পড়েই যাচ্ছি কিন্তু আমার হায়াত কতদিন তা ত জানি না, আমি কি সব গুলো পড়ে শেষ করে যেতে পারবো।
বই আমার কাছে নেশার মত। আমি এই নেশা থেকে কোনদিন উঠে আসতেও চাই না। জীবনের কোন নেশাই বেদনা ছাড়া আর কিছুই দেয় না, এমনকি সেটা যদি ভালবাসার নেশাও হয় তবুও। কিন্তু আমার বইগুলো আমাকে আনন্দ দেয়া ছাড়া আর কোন কষ্ট দেয় না। দেবেও না। সবাক বন্ধুর চেয়ে আমার এই নির্বাক বন্ধুগুলো কোন অংশে কম ভালো? একটু বেশীই ভাল; নয় কি?