- অকাল বোধন

প্রদীপ চেনো তো? সেটা বা মোমবাতি নিয়ে যাবার ঠিক আগ মুহূর্তে দপ করে বেশি করে উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। সেখান থেকেই বাংলা প্রবাদ এর সূত্রপাত। নিভে যাবার আগ মুহূর্তে বেশী করে জ্বলে ওঠা। আমি আমার সেই জ্বলে ওঠাটাই মনে হয় উঠেছিলাম ২০২০ সালে! অনেক খেসারত দেয়া লাগলো! অনেক ভুল করেছিলাম, সেই ভুল ভাংছে। জীবনে নতুন কিছু মাত্রা শুরু করবো ভেবেছিলাম। মনে হয় কিছু সিদ্ধান্ত ভুল ছিল আমার। আমার চিন্তা ধারা এমন খাতে প্রবাহিত হচ্ছিল যা আমার জন্য ছিল না। এর কারণে আমার যেখানে থাকার দরকার ছিল না, আমি সেখানে থাকতে গিয়েছি। এর পরিণতিতে আমাকে সরে আসতে হলো, ইচ্ছায় বা অনিচ্ছায় যেভাবেই হোক। আমি কিন্তু আবার বাবা'র ছত্রছায়া থেকে বের হয়ে আসার কথা বলছি না। সেটা নিয়ে আমার বিন্দুমাত্র অনুতাপ নেই। থাকবেও না ইনশাআল্লাহ। বরং সেই সিদ্ধান্ত আগেই নিতে চেয়েছিলাম কিন্তু আল্লাহ চাইলেন আমার কিছু পরীক্ষা। আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। 


আমি প্রতি মুহূর্তে যেমন ভুল করি। আবারও করেছিলাম। মানুষ চিনতে আমার বরাবরই ভুল হয়ে যায়। এখন এড়ায়ে চলি। এখন নিজেকে পরিব্যপ্ত করি অন্য জায়গায় যেখানে আমার সবাক হতে বাধা নেই। আবার নির্বাক থাকতেও বাধা নেই। এজন্যই প্রচলিত যে প্রথায় এতদিন ভেসে যাচ্ছিলাম, সেখান থেকে সরে এসেছি। প্রচলিত যে ধারণা মানুষ সম্পর্কে এতদিন রাখতাম তা থেকেও সরে এসেছি। কারণ আমার কল্পনা আর বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। সামনে যা দেখেছি, যা শুনেছি, যা বুঝেছি তার থেকে বাস্তবতার অনেক ফারাক ছিল। সেটা ধরতে পারি নি। এজন্য আগে যেভাবে খুব সহজে জ্বলে উঠতাম আপন আনন্দে, এখন আর সেটা নেই। এখন ধরতে পারো নিভে গেছি। অনেক বড় করে কথা বলে ফেললাম। বিরক্ত হলে দুঃখিত।  

Author's Notes/Comments: 

১৫ সেপ্টেম্বর ২০২১

View shawon1982's Full Portfolio