বুয়েট কেমিক্যাল এঞ্জিনিয়ারিং ২০০১ ব্যাচের আমরা যারা একসাথে ২০০৭ এ পাস করেছিলাম তাদের মধ্যে সবার আগে আমাদের মুকুল বিশ্বনিয়ন্তার ডাকা সাড়া দিয়ে গত ১০ সেপ্টেম্বর ২০২১ এ চলে গেল। আমাদের এই গ্রুপের প্রথম কারও মৃত্যু! অনেক কিছুই মনে পড়ছে, অনেক কিছুই মাথায় আসছে। আপাতত একটা প্রশ্নই মাথায় আসছে, তা হল, এর পরে কার ডাক আসবে? চলে যেতে হবে সবাইকেই।এমন একটা পরীক্ষা, প্রস্তুতি থাকুক বা নাই থাকুক, এই পরীক্ষায় সবাইকে উপস্থিত হতেই হবে।
আমার মনে হচ্ছে, কোন একটা ওয়েটিং রুমে আমরা সবাই ওপেক্ষা করছি। দরজার ওপাশে পরীক্ষা চলছে। ভাইভা পরীক্ষা। বলা হয়েছে র্যান্ডম রোল ধরে ধরে ডাকা হবে। কাজেই আমরা কেউ জানি না কার পরে কাকে ডাকা হবে! সবাই পরীক্ষায় যাবার জন্য রুদ্ধশ্বাসে ওপেক্ষা করছি। সবার প্রথমেই র্যান্ডম তালিকায় নাম উঠে এলো মুকুল এর। ওর রোল ছিল ০১০২০৪০ আর ওকেই সবার আগে ডেকে নেয়া হলো। এই পরীক্ষাগারে একবার যে যায়, সে আর পুনরায় ওয়েটিং রুমে ফিরে আসতে পারবে না। মুকুল গেছে। পেছনে আমরা সবাই অপেক্ষা করছি। এরপর কে?