চুয়াল্লিশ

আমার ঐ আকাশে আর নতুন আলোর দ্যুতি

অন্ধকার মনে যেন ছড়ায় নতুন জ্যোতি

অতীত আর বর্তমানের মিশেল দেয়া স্মৃতি

দুঃখের মাঝে সুখের দোয়া জাগায় সম্প্রীতি

মন কেন আজ হিসেব করে কি আছে কি নেই

হিসেবে জায়গায় হিসেব থাকে, আমি পাইনা খেই

মনে পড়ে যায় ছোট বেলার সেই বানান করে পড়া

কিছু ঠিক কিছু ভুলের মাঝে আমাদের জীবন গড়া

আজ আবার বানান করে আটকে গেলাম যেথা

মনে হয় বলেই ফেলি তারই কিছু কথা

 

ভ আকারে ভা- ভা তে হয় ভালবাসা

              নেই, তার কিছু নেই, সবটুকু মিছে আশা

ভ আকারে ভা- ভা তে হয় ভাষা

              জীবন এখনো তেমন, নেই উচ্চাভিলাষা

ভ আকারে ভা- ভা তে হয় ভাত

              ক্ষণে ক্ষণে নিজেকেই নিজে করে অভিম্পাত

ভ আকারে ভা- ভা তে হয় ভাই

              মনের মাঝে যে ছিল, এখন তো আর নাই

 

সব কিছু চলে যায়, সব কিছুই হারায়

নদীর স্রোত শত অনুরোধেও-

কারও জন্য কি দাঁড়ায়?

শুধু আমি আটকে আছি চেয়ে আকাশপানে

আমার কথা আমি ছাড়া আর কেইবা জানে?

মাঝে মাঝে মনে হয় সেই দু’টো কথা-

বলতে কত সহজ লাগে, মনে লাগে ব্যথা!


তোমার আমিতে আমি ছিলাম চির বিরাজ শূন্যে ভাসমান 

আমার তুমিতে তুমিই ছিলে আমার সবটুকু জমিন আসমান 

Author's Notes/Comments: 

৭ সেপ্টেম্বর ২০২১

View shawon1982's Full Portfolio