বেশ কিছু গিফট পেয়েছি, গিফট করেছিও এ জীবনে। সবার প্রথম বই গিফট পেয়েছিলাম আমার আম্মুর কাছ থেকে ১৯৯০ সালে যখন ক্লাস-২ তে পড়ি। শ্যামলী বড় খালার বাসায় থাকতাম তখন। বইটি ছোট বাচ্চাদের ছিল অবশ্যই। নাম ছিল "কেন তুপা'র নাম তুপা"। একটা ছোট্ট পাখিকে নিয়ে ছিল কাহিনী। ছবি আর কিছু কিছু লেখা ছিল পাতায় পাতায়। আমার নানু আমাকে পড়ে পড়ে শোনাতেন। নানুর সেই গল্প পড়ে শোনানোর স্মৃতি আমার এখনও মনে পড়ে!
মজার কথা হলো, আমিও সবার প্রথম আমার ছেলে অনিন্দ্যকে যে বইটি পড়ে শুনিয়েছি, সেটাও একটা ছোট্ট পাখির বাচ্চাকে নিয়ে গল্প। বাচ্চাদের জন্য লেখা অক্ষরের গল্পের একটা বই। ঈ-দিয়ে লেখা সে গল্পে পাখিটার নাম ছিল, "ঈলা"।