অর্ধেক টুকু জেনেছো তুমি
বাকী অর্ধেক আমি
সেই অর্ধেকে ভিত্তি করে
গড়ে উঠেছে গ্লানি
সিদ্ধান্ত যখন নিয়ে ফেলি
শুধু অর্ধেকটা জেনে
কি লাভ হবে তখন
পুরোটা পুষে মনে?
অর্ধেক সত্য যখন সব
সম্পর্ক করলো শেষ
পুড়ে ছাই হলো সবই
বাকী রইলো দ্বেষ
তৈরি হয়ে গেছে এখন
যোজন যোজন ব্যবধান
অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা
কি করবে সমাধান?
অর্ধেকটুকু বলে দিলে
বাকী অর্ধেক গোপন-
কেন তবে বলেছিলে
আমি ছিলাম আপন?
বাকী অর্ধেকের সন্ধানে আমি
সত্যিই বড় ক্লান্ত
বাকী অর্ধেক লুকানো কথা
যদি সে জানতো!
হায় অভাগা কপালপোড়া
বিরান শূন্য হৃদয়
অর্ধেক জানা সত্য নিয়ে
হয়ে গেল প্রলয়
এভাবেই আমরা হারাই
কালের গর্ভে নিত্য
অর্ধেক তার মিথ্যে থাকে
অর্ধেক সাথে সত্য