লাশ কাটা ঘরের মাঝে
এক অসহ্য নিরবতা
তার মাঝে আমি একা
নেই বিহ্বলতা
কথা বলার কেউ নেই
ঠান্ডা ঘরে রই শুয়ে
সময়গুলো আপন মনে
যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে
ময়নাতদন্তে প্রকাশ পাবে
কেন হয়েছিল মরণ
তাতে কি কমে যাবে
লাশের মনের দহন?
লাশের আবার মন
ছিল তো কোন কালে
নদীতে তরী চলেনি কারণ
বাতাস লাগেনি পালে
ছুরি কাঁচি এগিয়ে আসে
শুরু হবে কাটাছেড়া
নতুন করে আর কি হবে
যে ছিল গৃহহারা?