কারও নাম "শিথিল" হলে তার চরিত্রও 'শিথিল' হতেই হবে, এমনটা কি? আবার আইন কানুনও তার জন্য 'শিথিল' হয়ে যাবে এমনটা ভাবার কি কোন কারণ আছে? Think positive! আমি আবার এসব ব্যাপারে ইতিবাচক ভাবতেই পছন্দ করি। নেতিবাচকতার আবার দোষ অনেক যে! কাউকে ডাকার সময় কি আমরা তাঁর নামের অর্থ নিয়ে ভাবি নাকি? আবার নামের অর্থ অনুসারে নিজেকেও যে ঠিক সেভাবেই বানাতে হবে, এমনটাও কেউ করে নাকি ভাই? আমার ডাক নাম 'শাওন' তাই বলে কি আমি শ্রাবন মাসে ধেই ধেই করে নেচে বেড়াবো?