কালো মেঘে ভর করে ঐ
নেমে এলো বৃষ্টি
ঘরের ভেতর আটকে রই
হায় কি অনাসৃষ্টি
মেঘের ডাকে আনমনা মন
মন করে আনচান
মেঘের ছন্দে নেচে ওঠে
আমার বিবশ মনপ্রাণ
আহা কি অপরূপ বৃষ্টি
জুড়িয়ে দিলো হিয়া
ভাসবো আমি মনের সুখে
সঙ্গে মেঘের দেয়া
ঝমঝমিয়ে নুপুর বাজে
গাছের পাতায় পাতায়
সেই শব্দে বাউল মন
স্মরণ করছে তোমায়
আজকে যদি বল একটা
প্রশ্ন করবো আমি?
আমার কাছে কে প্রিয়
বৃষ্টি নাকি তুমি?