অরিন্দম বড়ুয়া সৈকত

অরি’ কে দমন করবে তুমি

এই ছিল তোমার নাম

বড় অকালেই ঝরে গেলে

পেলে না কোন দাম

হাসিমুখে গাইতে চেয়েছিলে

জীবনের জয়গান
ক্ষুদ্র এই জগতে তুমি

পেলে নাতো পরিত্রাণ

ক্ষণিকের ভুলে দিয়ে গেলে

অনেক বড় মাশুল

জীবন কতটা নিষ্ঠুর বন্ধু

করেছে সবটা উসুল

তোমার সেই হাসিমুখ খানি

কারও কি মনে পড়ে?

নাকি সবাই ভুলেই গেছে

মৃত্যুর শীতল ঘোরে?

আমি তোমার কেউ নই

কখনও হয়নি দেখা

তবুও তোমার কাছে কত

রয়ে গেল বাকী শেখা

জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছো

আমরা কতটা খুনী

নিজেদের মুখোশের আড়ালে

নিজেরাই সাজি গুণী

তোমার দুঃখ কেউ দেখেনি

কেউ বাড়ায়নি হাত

কিভাবে দিন গেছে তোমার

কিভাবে কেটেছে রাত

অভিমান করে চলে গেছো

কার কি যায় আসে?

তোমাকে চিতায় পুড়িয়ে দিয়ে

মেতেছি নব অভিলাষে

তোমাকে বাঁচতে দেইনি বলে

হয়েছে কি একটু হুঁশ?

নিজের কাছেই প্রশ্ন করি

কবে হব সেই মানুষ?

তবুও ভালবাসবো তোমায়

একটুও করবোনা কম

মনের মাঝেই বেঁচে রবে তুমি 

হাসিমুখে অরিন্দম! 

Author's Notes/Comments: 

২৯ জুলাই ২০২১

View shawon1982's Full Portfolio